প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২১ অক্টোবর, ২০২৪

শেকৃবির উপাচার্যের  সঙ্গে সৌজন্য স্বাক্ষাত শান্তি ও অহিংস বিশ্বযাত্রার প্রতিষ্ঠাতার  

ছবি : প্রতিদিনের সংবাদ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন ‘শান্তি ও অহিংস বিশ্বযাত্রা’র (ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড ননভায়োলেন্স) প্রতিষ্ঠাতা রাফায়েল ডি লা রুবিয়া ও তার প্রতিনিধি দল।

গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলানগর এলাকায় অবস্থিত ক্যাম্পাসে শেকৃবি উপাচার্যকে শান্তি ও অহিংসতার জন্য তৃতীয় বিশ্ব মার্চ ব্যানার উপহার দেন রাফায়েল। সংগঠনটির মূল উদ্দেশ্য তৃতীয় পারমাণবিক বিশ্বযুদ্ধের ঝুঁকি ও অস্ত্রের ব্যবহার বন্ধ করা এবং মানবাধিকার ও বৈষম্যহীনতার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। চলতি মাসের ২ তারিখ থেকে শুরু হওয়া তাদের এ কার্যক্রম আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

প্রতিনিধি দলের সক্ষাতের সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যানেটিস্ট ফোরামের (ডব্লিউএইচএফ) কো-অর্ডিনেটর এন্টোনিয়ো কার্ভালো, শেকৃবির উপউপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম।

ছাত্র উপদেষ্টা শেকৃবির কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন। আলোচনা শেষে উভয় পক্ষ ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড ননভায়োলেন্সের বিষয়ে সমঝোতা স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। গত রবিবার বিশ্ববিদ্যারয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,সৌজন্য স্বাক্ষাৎ,ওয়ার্ল্ড মার্চ ফর পিস অ্যান্ড ননভায়োলেন্স
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close